• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি

  ২৩ আগস্ট ২০১৮, ১০:৪১

কক্সবাজার পৌরসভার এক নারী কাউন্সিলরকে লাঞ্ছিত করার অভিযোগে ‘মদ্যপ’ অবস্থায় কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের এক নেতাসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

এ ঘটনায় বুধবার বিকেলে এ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজের পাড়ার মৃত নুরুচ্ছফার ছেলে ও মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিজুল হক চৌধুরী (৪৫), কক্সবাজার সদরের পোকখালী ইউপির পশ্চিম সিকদার পাড়ার মৃত বদিউজ্জামানের ছেলে নাসির উদ্দিন (৫৬) এবং কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউপির বাকখাঁলী গ্রামের ওবায়দুল হোসেনের ছেলে নুরুল সুলতান (৩৫)।

-------------------------------------------------------
আরও পড়ুন : ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
-------------------------------------------------------

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন জানান, গেলো মঙ্গলবার রাত আটটার দিকে কক্সবাজার পৌরসভার এক নারী কাউন্সিলর চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।

পথে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় তিন মদ্যপায়ী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।

ওসি বলেন, এসময় আশপাশের লোকজন এগিয়ে গেলে মদ্যপরা স্থানীয় বাসিন্দা নুরুল সুলতানের বাসায় আশ্রয় নেয়। তখন ঘটনাস্থলে উপস্থিত লোকজন বাড়িটি ঘিরে রাখে।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, এ ঘটনায় হয়রানির শিকার নারী কাউন্সিলর মঙ্গলবার রাতেই তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন।

পরে পুলিশ ঘটনাটি প্রাথমিক তদন্ত করে বুধবার বিকেলে মামলা নথিভুক্ত করেছে। গ্রেপ্তারকৃতদের জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মাঈন উদ্দিন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
X
Fresh