DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

এক ইলিশের এতো দাম !

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী
|  ১০ আগস্ট ২০১৮, ১৫:০৩ | আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৫:২৪
পটুয়াখালীতে একটি ইলিশের দাম হাঁকানো হয়েছে ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকার মাছ বাজারে এ ইলিশটি ওঠে।

আড়াই কেজি ওজনের এ ইলিশটির কেজি প্রতি দাম হাঁকানো হয় চার হাজার টাকা। এতে এ ইলিশটির দাম দাঁড়িয়েছে ১০ হাজার টাকা।

তবে আজ শুক্রবার বেলা ১২টা পর্যন্ত এ ইলিশটি বিক্রি হয়নি বলে বিক্রেতা মো. বশির আহমেদ জানিয়েছেন। পটুয়াখালীর মাছের বাজারে এর চেয়ে বড় ইলিশ আর কখনও ওঠেনি বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। 

এদিকে বিশাল আকৃতির এ ইলিশ মাছটি দেখার জন্য উৎসুক ক্রেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন বাজার এলাকার মাছের বাজারে ভিড় জমান। কিন্তু মাছটির দাম কেজি প্রতি চার হাজার টাকা শুনে ক্রেতারা অল্পেতেই কেটে পড়েন। এর ফলে এ ইলিশটি এখনও অবিক্রিতই রয়ে গেছে।

মাছ বিক্রেতারা জানায়, ভরা মৌসুমেও পটুয়াখালীতে ইলিশের আকাল চলছে। নদী কিংবা সাগরে কোথাও তেমন ইলিশ নেই। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পটুয়াখালীর শহরের নতুন বাজার এলাকায় মাছের বাজারে আড়াই কেজি ওজনের এ ইলিশটি ওঠে। 

মাছ বিক্রেতা মো. বশির আহমেদ আরটিভি অনলাইনকে জানান, এ ইলিশটি বৃহস্পতিবার বিকেলে পায়রা নদীতে ধরা পড়ে। সেখান থেকে অনেক চড়া দামে মাছটি কিনে এনেছেন। পায়রা নদীর ইলিশ সুস্বাদু হওয়ার কারণে অন্যান্য নদী বা সাগরের ইলিশের চেয়ে দাম একটু বেশি।

আরও পড়ুন :

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়