কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
মাঝ পদ্মায় প্রবল ঢেউ থাকায় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, মঙ্গলবার বিকেল থেকে ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল হয়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ অবস্থায় কর্তৃপক্ষ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে।
এর আগে নাব্য সংকট দেখা দেয়ায় শুক্রবার রাত ১১টা থেকে এই নৌরুটে চলাচলকারী তিনটি রো রো ফেরি ও দুইটি ডাম্ব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাকি ১৪টি ফেরি বিকল্প চ্যানেল দিয়ে চলাচল করায় পড়ছে স্রোতের মুখে। এতে সময় লাগছে দ্বিগুণ। ফলে ভোগান্তি বাড়ছে যাত্রী ও চালকদের।
এসএস