• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

অনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর ২০১৬, ২১:৩২

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা ও রোববার সকাল থেকে দিনভর রায়পুরার নিলক্ষা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ৫টি বাড়িতে অগ্নিসংযোগসহ বোমা বিস্ফোরণ ও টেটাবিদ্ধ হয়ে ২ পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

বিস্ফোরণে আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশি গ্রেপ্তার এড়াতে বাকিদের স্থানীয়ভাবে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সন্ধ্যায় প্রথম দফায় নিলক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হক সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে রোববার বেলা ১১টা থেকে দিনভর দ্বিতীয় দফায় উভয় পক্ষের লোকজন টেটা বল্লম ও বোমাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বোমা বিস্ফোরণে দু’জনসহ টেটাবিদ্ধ হয়ে কমপক্ষে ৩০ জন আহত হয়।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh