• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

সাভার প্রতিনিধি

  ২৬ জুলাই ২০১৮, ১৯:৪৭

সাভারে আব্দুল্লাহ এক কিশোরকে হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম আল মামুন (১৫)। সে দিনাজপুরের ঘোরাঘাট থানার শালিকাদাহ গ্রামের তাকাব্বর হোসেনের ছেলে এবং সাভারের কৃষ্ণপুর এলাকায় আসলাম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, মামুন অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো বুধবার সকালে বের হন। পরে রাতে একদল দুর্বৃত্ত তার অটোরিকশা ভাড়া নিয়ে কালিয়াকৈর যাওয়ার জন্য রওনা দেয়। পরে একটি জঙ্গলে নিয়ে পলিথিন দিয়ে তার মুখ বেঁধে পিটিয়ে হত্যা করে অটোরিকশা, সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও কিছু টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা জঙ্গলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম জানান, মামুনকে কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ ও ভ্রূণ হত্যা: সেই ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি
রায় নিয়ে যা বললেন যাবজ্জীবন দণ্ড পাওয়া আজিজ মোহাম্মদ ভাই
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক 
স্ত্রীর ওপর অভিমানে দুবাই প্রবাসীর আত্মহত্যা
X
Fresh