• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

একটি ইলিশের দাম সাড়ে ১৪ হাজার টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুলাই ২০১৮, ২৩:৩৫

লক্ষ্মীপুরে কমলনগর উপজেলায় একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ টাকায়। যার ওজন ৩ কেজি ৬০০ গ্রাম।

রোববার বিকেলে উপজেলার মাতাব্বরহাটে মাছঘাটে ইলিশটি বিক্রি হয়।

এর আগে দুপুরে কমলনগরের ইব্রাহিম মাঝির ছেলেরা মাছটি ধরে। তাদের মতে, এটি এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। বিকেলে ইলিশটি ঘাটে নিয়ে সফিক হাওলাদারের আড়তে রাখা হয়। এসময় মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমান।

পরে ডাকের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী নুর উদ্দিন সাড়ে ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। সন্ধ্যায় তিনি ভালো দামের আশায় মাছটি ঢাকায় পাঠান।

ইব্রাহিম মাঝির নৌকার জেলে ইসমাইল জানান, নদীতে ইলিশ নেই। খালি হাতে ফিরতে হচ্ছে। তারা চারজন জাল টেনে তোলার সময় ধারণা হয়েছে বড় পাঙ্গাস আটকা পড়েছে। ওপরে তুলতেই এতো বড় ইলিশ দেখে তারা রীতিমতো অবাক হয়েছেন।

স্থানীয় আড়তদার, মাঝি ও জেলেদের মতে, এতো বড় ইলিশ অতীতে ধরা পড়েনি। তারা চোখেও দেখেননি।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
বরাদ্দের আগেই প্রতীক দিয়ে ফেসবুকে প্রচারণা, দুই প্রার্থীকে শোকজ
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
X
Fresh