• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ওসির অপসারণ দাবিতে আওয়ামী লীগের ডিআইজি অফিস ঘেরাও

রংপুর প্রতিনিধি

  ১৯ জুলাই ২০১৮, ১৫:১০

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বাবুল মিয়াকে অপসারণের দাবিতে ডিআইজি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এক-এগারোর (১/১১) সময় শেখ হাসিনাকে গ্রেপ্তারে নেতৃত্ব দেয়ার অভিযোগ এনে ওই ওসির অপসারণের দাবি জানান তারা। বিক্ষোভে রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তারের ওই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে তারা এ দাবি তুলেছেন। বাবুল হোসেন সেই সময় এসআই হিসেবে শেখ হাসিনাকে গ্রেপ্তারের দায়িত্ব পালনের সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও অভিযোগ করেন তারা।

আজ(বৃহস্পতিবার) দুপুরে তারা রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি বছির আহাম্মেদের সঙ্গে দেখা করে ওসিকে অপসারণের দাবিতে আলটিমেটাম দিয়েছেন। এসময় ওসিকে প্রত্যাহার করে নেয়া হবে বলে তাদের আশ্বাস দিয়েছেন ডিআইজি।

বিক্ষোভে নেতৃত্ব দেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনসহ আওয়ামী লীগের স্থানী নেতারা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর সঙ্গে মুড়ি খাওয়া নিয়ে ঝগড়া, গৃহবধূর আত্মহত্যা
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
রমজানজুড়ে সুবিধাবঞ্চিতদের পাশে স্টেপ আপ ফর টুমরো
ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১২ 
X
Fresh