• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২৫

নড়াইল প্রতিনিধি

  ৩০ জুন ২০১৮, ১৬:০৬

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার চার থানা নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগতির বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সদর থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে তিনজন, লোহাগড়া থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১১ জন, কালিয়া থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে ছয়জন এবং নড়াগাতী থানা পুলিশ বিভিন্ন মামলা ও অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, জেলার চার থানায় অভিযানকালে মাদক মামলায় একজন, জি আর মামলায় ১৬ জন, সিআর মামলায় ছয়জন ও নিয়মিত মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান চলমান থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১
আলোচিত মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মূলহোতা গ্রেপ্তার
X
Fresh