• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম মেডিকেলের উচ্চমান সহকারী ঘুষের টাকাসহ আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৪ জুন ২০১৮, ১৯:৪৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন শাখার উচ্চমান সহকারী মিলনকান্তি রুদ্রকে ঘুষের ১৫ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট এলাকা থেকে আটক করে পাঁচলাইশ থানায় নেয়া হয়।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুৎফল কবির চন্দন আরটিভি অনলাইনকে জানান, ‘গ্রেপ্তার মিলনকান্তি একটি মেডিকেল সার্টিফিকেট দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা দাবি করেন মোজাম্মেল নামে এক ব্যক্তির কাছ থেকে। এর জন্য আগেই তিনি ১০ হাজার টাকা নিয়েছিলেন।’

আর আজকে যখন ১৫ হাজার টাকা হাতেনাতে নেন তখনই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন আরও বলেন, ‘এ ঘটনার সাথে আরও কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। আরও যারা যারা জড়িত আছেন তদন্তে যদি কারও নাম আসে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।’

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দপ্তরে বসেই তিনি গুনছেন ঘুষের টাকা!
মরদেহ নিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ, ঘুষের টাকা ফেরত দিলেন কর্তৃপক্ষ
কার্টন ভর্তি ৪২ লাখ টাকা উদ্ধার, সার্ভেয়ার গ্রেপ্তার
X
Fresh