• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন সুষ্ঠু হবে বিন্দুমাত্র সন্দেহ নেই: জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

  ২৪ জুন ২০১৮, ১৩:৪০

নির্বাচন সুষ্ঠু হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার জন্য নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। বললেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম।

রোববার সকালে গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের সালনা এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক উপস্থিত ছিলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুর সিটি নির্বাচন: শেষদিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
--------------------------------------------------------

জাহাঙ্গীর আলম বলেন, যেখানে গেছি, নারী-পুরুষনির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত মনোভাব দেখেছি। বিগত দিনে গাজীপুর উন্নয়নবঞ্চিত হয়েছে। গাজীপুরের মানুষ আর অনুন্নয়নের পথে থাকতে চান না। তারা নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি করেছেন। নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। গাজীপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

তিনি বলেন, গাজীপুরে অনেক সমস্যা আছে। আমি কাজ করতে চাই। সমস্যাগুলো সমাধান করতে চাই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন :

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরনদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
শ্রাবণের বৃষ্টিধারার মতো অনর্গল মিথ্যা বলছেন আ.লীগ নেতারা: রিজভী
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ
X
Fresh