• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদ করা হলো না তুহিনের

পঞ্চগড় প্রতিনিধি

  ১৭ জুন ২০১৮, ০৯:৫৩

গেল শুক্রবার সন্ধ্যায় ঝড়ে একটি আকাশমনি গাছের ডাল ভেঙে গাছের সঙ্গে ঝুলে ছিল। আর ঈদের দিন বিকেলে এই ভাঙা ডালটি কাটতে গিয়েই কাল হলো ১২ বছরের কিশোর তুহিনের। ডালটি কাটতে গিয়ে ভারসাম্য হারিয়ে গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় পৌর এলাকার তুলারডাঙ্গা মহল্লায় শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন ইসলাম ওই এলাকার জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি এনজিও পরিচালিত স্কুলের (ঝড়ে পড়া শিশুদের স্কুল) দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইজার উদ্দীন গাছ থেকে পড়ে ওই কিশোরের মুত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় পঞ্চগড় শহরের তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশে একটি আকাশমনি গাছের ডাল অর্ধভাঙা অবস্থায় ঝুলে থাকে।

শনিবার বিকেলে ওই অর্ধভাঙা ডালটি কাটতে গাছে উঠে তুহিন। এসময় ডালটি কাটতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পাকা সড়কের উপরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh