• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

যানজট নেই ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৪ জুন ২০১৮, ১৩:২৩

ঈদে ঘরমুখো মানুষ আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। যদিও গত দুইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় যানবাহনের ধীরগতির কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল।

কিন্তু আজ ভোর থেকে দেশের পূর্বাংশের ১৮টি জেলার গাড়ির বাড়তি চাপ থাকলেও এখনও কোনও যানজটের চিত্র দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে ছায়েদাবাদ থেকে দূরপাল্লার যানবাহন ছাড়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি পয়েন্টে কিছুটা জটলার সম্মুখীন হতে হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া, সাইনবোর্ড, কাঁচপুর সেতু, মদনপুর ও মোঘলাপাড়া এলাকায় কিছু জটলা তৈরি হলেও দীর্ঘক্ষণ যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে না।

নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক ইন্সপেক্টর তসলিম মোল্ল্যা আরটিভি অনলাইনকে জানান, গত কয়েক দিনের তুলনায় আজ সকাল থেকে মহাসড়ক ফাঁকা। যদিও আগে এ সড়কে যানজট লেগেই থাকত।

কিন্তু এবার ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন। তবে দুপুরের পর যানবাহনের চাপ বাড়লে কয়েকটি পয়েন্টে কিছুটা যানজট সৃষ্টি হতে পারে। তবে এতে করে তীব্র যানজটের সৃষ্টি হবে না। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের সতর্কতা দেখা গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh