• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতনিধি

  ১২ জুন ২০১৮, ১৩:৩৫

নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ সখিনা খাতুনকে পিটিয়ে হত্যার মামলায় স্বামী বাবুল মিয়াকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, হত্যাকাণ্ডের দুই বছর পূর্বে রূপগঞ্জের নয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিন তার মেয়ে সখিনা খাতুনকে ফরিদপুর জেলার মধুখালী গ্রামের গুন্দারদিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে বাবুল মিয়ার কাছে বিয়ে দেন।

বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে সখিনা খাতুনকে মারধরসহ নানাভাবে নির্যাতন চালাতো। একপযার্য়ে ২০০৪ সালের ১৫ মে রূপগঞ্জের নয়াপাড়া ফতেপাগলীর ভাড়া বাড়িতে দাবিকৃত যৌতুকের জন্য ব্যাপক মারধর করে।

এসময় আশপাশের লোকজন এসে সখিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর ২০ মে সখিনা মারা যান। এ ঘটনায় সখিনার বাবার দায়ের করা মামলায় আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
ঈদের দিন তরুণ-তরুণীর মারধর, মিম ফিরলেন শ্বশুরবাড়ি
X
Fresh