• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এ বাজেটে সাধারণ মানুষ লাভবান হবেন: বাণিজ্যমন্ত্রী

ভোলা সংবাদদাতা

  ০৮ জুন ২০১৮, ১৫:০৭

আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট দেয়া হয়নি। সরকারের প্রতিটি বাজেটই জনবান্ধব ও গণমুখী।এ বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পাবে। এ বাজেটের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে। এতেই দারিদ্র্য বিমোচন হবে।

বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার দুপুরে ভোলা সদরে জাকাতের কাপড় বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন।

এ বছরের বাজেট সব মহলে প্রশংসিত হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বাজেটে ব্যবসায়ী থেকে শুরু করে নিম্নস্তরের মানুষও উপকৃত হবে। কিন্তু বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্তিত্ব রক্ষা করার জন্য বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে। তারা অতীতে যে ভুল করেছে তা উপলব্ধি করছে।