• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৪ জুন ২০১৮, ১৭:৫৪

কুষ্টিয়ায় ছাত্রলীগ কর্মী পিয়াস হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত টুটুল হোসেন (২৫) ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আশরাফুল ইসলাম ওরফে কুজো (৩০) ও মোশাররফ হোসেন (৩০)।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী আরটিভি অনলাইনকে জানান, ২০১৫ সালের ১০ জুলাই বিকেলে ৫টার দিকে শহরের হরিশংকরপুরের মকছেদ শাহ সড়কে নিজ বাড়ির পাশে দাঁড়িয়ে থাকার সময় ছাত্রলীগ কর্মী পিয়াসকে তার বন্ধু টুটুল গুলি করেন।

এসময় মোশারফ এবং আশরাফুল টুটুলকে সহযোগিতা করেন। ওই ঘটনার ১৩ দিন পর ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়াসের মৃত্যু হয়।

পরে নিহতের বাবা আবুল কালাম আজাদ খান একটি হত্যা মামলা করেন। তিন বছর ধরে শুনানি শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে আজ সোমবার আদালত এই রায় দেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
X
Fresh