• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পায়ে গুলি করে মাদক ব্যবসায়ীকে আটক

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ২২ মে ২০১৮, ২০:১২

লালমনিরহাটে ৪৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইনসহ জাভেদ কসাই (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে পায়ে গুলি করে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গুলিবিদ্ধ জাভেদ কসাইকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক জাভেদ কসাই সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা রতিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক আরটিভি অনলাইনকে জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী জাভেদ কসাই তিস্তা চরাঞ্চল হয়ে মাদকের চালান পার করছিল। এমন একটি গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে আক্রমণ করে মাদক ব্যবসায়ী জাভেদ পালানোর চেষ্টা করলে পুলিশ তার ডান পায়ে গুলি করে তাকে আটক করে।

তিনি আরও জানান, গুলি করার পর জাভেদ আহত হলে তার শরীর থেকে ৪৫০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। জাভেদ কসাইয়ের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে এবং এ ঘটনায় আটক জাভেদ কসাইয়ের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত তিনদিনে মাদকবিরোধী অভিযানে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৬ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
ট্রলার থেকে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
স্কুল ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা
রাজবাড়ীতে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
X
Fresh