DMCA.com Protection Status
  • ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০১৯, ১১ বৈশাখ ১৪২৬

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক মায়ের কোলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
|  ০৮ মে ২০১৮, ২১:০৭
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতককে মায়ের কোলে তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও শিশু বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুর রহমানের উপস্থিতে জহিরুল ইসলাম ও নার্গিস বেগম দম্পতির কাছে শিশুটিকে তুলে দেন জলা সমাজ সেবা অধিদপ্তরের এডি (অতিরিক্ত পরিচালক) মোস্তফা মাহমুদ সারোয়ার। 

নবজাতকটির অভিভাবকত্বের দায়িত্ব পাওয়া জহিরুল ইসলাম স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উল্লেখ্য, গেলো ২ মে ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করেন সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক বাবুল মিয়া। পরে পুলিশের সহযোগিতায় শিশুটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। এসময় বাবুল মিয়া ও তার বোন শিশুটির পরিচর্যায় নিয়োজিত ছিলেন।  ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে বিভিন্নস্থান থেকে বেশ কিছু পরিবার শিশুটিকে দত্তক নেয়ার জন্য এগিয়ে আসে।  

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মধ্য মেড্ডা মহল্লার বাসিন্দা জহিরুল ইসলাম ও নার্গিস বেগম দম্পতির কোনো সন্তান নেই। নবজাতাকটি উদ্ধার হওয়ার পর থেকে তারা শিশুটির দায়িত্ব নেয়ার ইচ্ছা পোষণ করেন।

এসএস 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়