• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেট-ঢাকা মহাসড়কের বাস ধর্মঘট প্রত্যাহার

সিলেট প্রতিনিধি

  ০৪ মে ২০১৮, ২৩:১৮

চাঁদাবাজির অভিযোগে ডাকা সিলেট-ঢাকা মহাসড়কের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সিলেট-ঢাকা বাস মালিক সমিতির আহ্বানে শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট সন্ধ্যায় প্রত্যাহার করে নেয়া হয় বলে জানিয়েছেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

জানা যায়, সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ড নামে একটি তহবিল রয়েছে। এই ফান্ডের জন্য প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হতো। সম্প্রতি এই চাঁদার পরিমাণ ৩০ টাকা থেকে ৫০ টাকা করায় প্রতিবাদ শুরু করে সিলেট-ঢাকা পরিবহন মালিক সমিতি।

এরই প্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘটের ডাক দিয়ে সিলেট-ঢাকা বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহণ মালিক সমিতি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এর আগে ধর্মঘট সমর্থনকারী ঢাকার সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অবৈধভাবে চাঁদা নেয়ার প্রতিবাদে আমরা ঢাকা-সিলেট বাস চলাচল বন্ধ রেখেছি। এটার সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও উল্লেখ করেন তিনি।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরান ঢাকায় ঐতিহ্যবাহী নবাবের পুকুরে ৫ টাকায় দিনভর গোসল
ঢাকা সাব এডিটরস কাউন্সিল সাহিত্য পুরস্কার পেলেন সোহেল অটল
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
X
Fresh