• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে ১০ টাকা কেজির চালে বঞ্চিত হতদরিদ্ররা

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ২৭ অক্টোবর ২০১৬, ০৯:৪৩

দিনাজপুরে স্বচ্ছল ও বিত্তবানদের পেটে যাচ্ছে ১০ টাকা কেজির চাল। তালিকায় নাম উঠেছে দলীয় নেতা-কর্মী আর ইউপি চেয়ারম্যান-মেম্বারদের স্বজনদের। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হতদরিদ্ররা। অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে বিরল উপজেলায় খাদ্য কর্মসূচি।

দিনাজপুরের বিরল উপজেলার চারটি গুচ্ছ গ্রাম। বসবাস করেন ৮০টি হতদরিদ্র পরিবার। জীবন-জীবিকার জন্য প্রতিনিয়ত এদের সংগ্রাম করতে হয়। অথচ এসব গ্রামের একটি পরিবারও পায়নি ১০ টাকা কেজির চালের কার্ড।

এদিকে, গরিরের চালের কার্ড পেয়েছেন পাশের আজিমপুর গ্রামের বেশ কিছু পরিবার। আর্থিক অবস্থা ভাল তাদের সবারই। এদের কেউ দলীয় নেতা-কর্মী আবার কেউবা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের আত্মীয়-স্বজন। ১০ টাকায় চাল পাওয়ার বিষয়টি তারা স্বীকারও করেন নির্দ্বিধায়।

এ গ্রামের মতো পুরো জেলার চিত্র একই। দুঃস্থদের পরিবর্তে চাল যাচ্ছে বিত্তবান আর দলীয় নেতা-কর্মীদের ঘরে।

অন্যদিকে কার্ড বিতরণে অনিয়মের কথা স্বীকার করলেন কয়েকজন ইউপি সদস্য ও ডিলার। তবে এজন্য দোষ চাপালেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ওপর।

উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন জানান, অনিয়মের অভিযোগ ওঠায়, বিরল উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত রয়েছে। পুনরায় তালিকা করে চাল বিতরণ করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh