• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি

  ১৪ এপ্রিল ২০১৮, ১৯:২১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বুড়াবুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাসেল ইসলাম (২০)। তিনি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জামাদারগছ এলাকার জালাল উদ্দিনের ছেলে।

আহতরা হলেন উপজেলার জামাদারগছ এলাকার আমিরুল ইসলাম (২২), শারিয়ালজোত এলাকার নাজমুল ইসলাম (১২) ও বুড়াবুড়ি এলাকার আব্দুস সোবাহান (৩৫)।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক আরটিভি অনলাইনকে জানান, বিকেলে রাসেল, আমিরুল ও নাজমুল মোটরসাইকেল নিয়ে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় যাচ্ছিলেন।

পথে বুড়াবুড়ি নামক স্থানে একজন পথচারীর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা সেইফটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।

এসময় গুরুতর আহত হন পথচারী সোবাহান, মোটরসাইকেল আরোহী রাসেল, আমিরুল ও নাজমুল।

ওসি আরও জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আমিরুল ও সোবাহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজমুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
X
Fresh