• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

আরিচা সড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

জাবি সংবাদদাতা

  ১১ এপ্রিল ২০১৮, ১২:০১

চলমান কোটা সংস্কারের দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

হাজারো শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়ক অবরোধ করেন।

তাদের এই আন্দোলনের কারণে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাতের ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারী। পরে সকাল ১০টায় সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যান।

এদিকে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রমিক নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, সড়ক অবরোধ 
ক্ষতিপূরণের দাবিতে ৯ বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
X
Fresh