• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

বগুড়ায় পিস্তল-গুলিসহ ২ জঙ্গি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

  ০৪ এপ্রিল ২০১৮, ১৩:৫৭

বগুড়ার সান্তাহার ও নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছে ১টি পিস্তল ২টি ম‍্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বানিশর দক্ষিণপাড়ার রফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৭) এবং একই উপজেলার চককেশব গ্রামের রোস্তম মাস্টারের ছেলে জামিনুর রহমান (৪২)।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল দুই জঙ্গি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে নিয়ামতপুরে অভিযান চালিয়ে জামিনুরকে গ্রেপ্তার করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘রথীশ হত্যার পরিকল্পনা দুই মাস আগেই হয়’
--------------------------------------------------------

তিনি আরও জানান, এসময় ১টি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম‍্যাগজিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুইজন জেএমবির এহসার সদস্য।

বেলা দেড়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, অভিযান শেষে গ্রেপ্তার দুই জঙ্গিকে নওগাঁ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি
অর্থের বিনিময়ে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করতেন রহিম
‘প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের কারণে জঙ্গিবাদ দমনে সাফল্য এসেছে’
X
Fresh