• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে অর্ধকোটি টাকার স্বর্ণ জব্দ

বেনাপোল প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ১৭:৩০

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে অর্ধকোটি টাকার ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার সকালে ভারতে পাচারের সময় এসব স্বর্ণের বার জব্দ করা হয়, যার ওজন এক কেজি ১৭০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৯ লাখ ১৪ হাজার টাকা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, এদিন সকাল ১০টার দিকে পুটখালি আমবাগানে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন পাচারকারীরা। কিন্তু দৌঁড়ানোর সময় তার লুঙ্গির মধ্যে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পুটখালির পশু খাটালের মধ্যে পড়ে যায়। পরে সেখান থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
টানা আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম
গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ: উদ্ধার কাজে ২ প্লাটুন বিজিবি
টানা ৮ দফায় স্বর্ণের দাম কত কমলো
X
Fresh