• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ওভারটেক করতে গিয়ে ভ্যানকে বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ১০:০৮

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস।

এতে দুইজন নিহত হয়েছেন। আহত হন আরও ১০ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ভোরে সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব আরটিভি অনলাইনকে বলেন, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

পথে সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় বাসটি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আরও ১০ জন।

কাভার্ডভ্যানটি পাশের জমিতে পড়ে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় খায়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হাইওয়ে পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
X
Fresh