• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কবিরাজের হালুয়া খেয়ে দুইজনের মৃত্যু

সাভার প্রতিনিধি

  ১৫ মার্চ ২০১৮, ১৩:৪৩

সাভারের আশুলিয়ায় গোপন শক্তি বাড়ানোর জন্য কবিরাজের হালুয়া খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়ে পড়েছেন আরও দুইজন।

বুধবার দিনগত রাতে আশুলিয়া ভাদাইল এলাকার মণ্ডলের কলোনি বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জিল্লুর রহমান (৩৫) ও মোতালেব (৪০)।

অসুস্থ ফরিদ হোসেন (৪৯) ও শামীম (২০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

হতাহতদের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায়। তারা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল আরটিভি অনলাইনকে জানান, বুধবার দিনগত রাতে নাসির নামের এক কবিরাজের তৈরি গোপন শক্তিবর্ধক হালুয়া খান ওই চারজন।

এর পরই একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে জিল্লুর ও মোতালেবের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নাসির নামের ওই কবিরাজ মণ্ডলের কলোনি বাড়িতেই থাকতেন। নিহত জিল্লুর ও মোতালেব ওই কবিরাজের সম্পর্কে ভাই ও ভাতিজা। তবে কিরকম ভাই ও ভাতিজা তা জানাতে পারেননি ওসি।

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আওয়াল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানটেকে বিস্ফোরণ: একে একে পরিবারের ৬ জনেরই মৃত্যু  
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
X
Fresh