• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

জাফর ইকবালের ওপর হামলাকারীর বাবা-মা রিমান্ডে

অনলাইন ডেস্ক
  ১১ মার্চ ২০১৮, ১৯:০০

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ (রোববার) সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার হামলাকারী ফয়জুল হাসানের বাবা ও মামার ৫ দিনের এবং মায়ের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে আদালতে এই তিনজনকে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান।

এরআগে গেলো বৃহস্পতিবার একই আদালতে ফয়জুল হাসানকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে তিনি আরটিভি অনলাইনকে একথা জানান।

গেলো ৩ মার্চ (শনিবার) পাঁচটা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করেন ফয়জুল হাসান।

ওই অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় ছয়টা ২৭ মিনিটের দিকে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য ড. জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়।

হামলার দিন রাতেই ফয়জুলদের বাড়ি থেকে তার মামাকে আটক করা হয়। এরপর গত রোববার রাতে ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh