• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৮, ১৮:৪৪

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটভাটার ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মুক্তিযোদ্ধা নূর হাকিমের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা নূর হাকিম উপজেলার দর্শনার মোবারকপাড়ার মৃত খাদেম বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে জরুরি কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মুক্তিযোদ্ধা নূর হাকিম। এসময় তিনি কানাইডাঙ্গা গ্রামের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইটভাটার ট্রাক্টর তাঁর মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নূর হাকিম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মুক্তিযোদ্ধা নূর হাকিমের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাক্টরচালক ও সহযোগিরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় সরকার’
ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
মহানন্দায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
পদ্মায় গোসলে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
X
Fresh