• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ খুনের আসামি নিহত

সাভার প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৮, ০৯:৩৪

সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় খুনের মামলায় জড়িত রুবেল (২৫) নামের এক ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। চলন্ত বাসে ডাকাতি ও চালককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে রুবেলের বিরুদ্ধে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

শুক্রবার ভোর রাতে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের ছেলে।

--------------------------------------------------------
আরও পড়ুন: দেহ থেকে বের হলো ২ কেজি স্বর্ণ
--------------------------------------------------------

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গেলো এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাতরা বাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে যায়।

শুক্রবার ভোররাতে ডাকাতদের ধরতে টংগাবাড়ি এলাকায় অভিযান চালালে ডাকাতরা বিষয়টি টের পেয়ে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালায়। ডাকাতদের সঙ্গে এসময় গোয়েন্দা পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় অন্যরা পালিয়ে গেলেও রুবেল নামের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.ফেরদৌসী আক্তার আরটিভি অনলাইনকে বলেন, নিহত ডাকাতের বুকে গুলির চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ।

তিনি জানান চলন্ত বাসে ডাকাতির ঘটনায় নিহত রুবেল জড়িত ছিল। তার নামে বিভিন্ন থানায় হত্যাসহ ডাকাতির মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই তানভীর মোর্শেদ, এএসআই সেলিম মিয়া ও কনস্টেবল নয়ন আহমেদ আহত হয়েছে। তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh