• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

  ০৮ মার্চ ২০১৮, ১১:১২

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ছয় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনে সাড়ে ত্রিশ হাজার বর্গফুটের একতলা স্টিল স্ট্রাকচার ভবনে রক্ষিত প্রায় সাড়ে ৪ হাজার টন তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে কারখানার টিনশেডের একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন গোডাউনের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরও পড়ুন:

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
X
Fresh