দিনাজপুরে জুট মিলে ভয়াবহ আগুন
দিনাজপুরের বিরল উপজেলার কড়ইবিল এলাকার রূপালী জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি।
বিরল থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, দুপুরে দিকে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে দিনাজপুর ফায়ার সার্ভিসের ৩টি ও সেতাবগঞ্জের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে রূপালী জুট মিলের ভেতর বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছে বলে জানা গেছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারে কাজ করছে।
আরও পড়ুন:
এসএস