• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শেরপুরের বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট, শেরপুর

  ১৫ অক্টোবর ২০১৬, ২১:০৪

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তবর্তী তাওয়াকোচা গ্রামে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মমেনা খাতুন (৬০) উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা গ্রামের মৃত ফজল হকের স্ত্রী।

জানা যায়, সকাল সাতটায় বন্যহাতির একটি দল লোকালয়ে এসে আক্রমণ করলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মমেনা। এ সময় হাতির তাণ্ডবে কয়েকটি বসত ঘরের ক্ষতি হয়।

এর আগে গেলো বৃহস্পতিবার রাতে শেরপুর ঝিনাইগাতির পানবর ও দুধনই গ্রামে বন্যহাতির আক্রমণে ৩ জন নিহত হন।

এই নিয়ে দেড় মাসে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বন্যহাতির আক্রমণে ৮ জনের প্রাণহানি ঘটলো।

এসএস/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh