logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

সেনাবাহিনী-ইউপিডিএফ বন্দুকযুদ্ধ, নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি
|  ১৫ অক্টোবর ২০১৬, ০০:২২ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ০০:৩১
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ি সংগঠন ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একজন সদস্য নিহত হয়েছেন। 

bestelectronics
শুক্রবার রাতে জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের কুতুকছড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। 

খাগড়াছড়ি সদর সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর ফেরদৌস হোসেন ভূঁইয়া আরটিভি অনলাইনকে জানান, ইউপিডিএফ’র অস্ত্রধারী সন্ত্রাসীরা ওই এলাকায় জড়ো হবার সংবাদ পান তারা। পরে জেলার মহালছড়ি সেনা জোনের পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছালে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এ সময় সেনা সদস্যরা পাল্টা গুলি ছোঁড়ে। সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েক দফায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ইউপিডিএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় ১টি জি থ্রি রাইফেল, এস.এম.জি, ৬৪ রাউন্ড গুলি ও ১টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। 

খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ওই এলাকায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়