• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

দুই জেলায় বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

আরটিভি অনলাইন

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৯

মেহেরপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির তিন ও জামায়াতের-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

অন্যদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হান্নান সিকদারসহ (৬৫) তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যরা হলেন-কাশিয়ানী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জাফর সিকদার (৪৬) ও সদস্য মোস্তফা সিকদার (৬০)।

কাশিয়ানী থানার ওসি একেএম আলীনূর হোসেন জানান, খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে খায়েরহাট গ্রামে ওই তিনজন নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রোববার দুপুরের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
মিয়ানমারে সেনা ট্রেনিং নিয়ে ফেরা ২ রোহিঙ্গা গুলিসহ গ্রেপ্তার
মাদকসহ সংগীতশিল্পী গ্রেপ্তারের ঘটনায় যা জানা গেল 
কোটি টাকার মাদকসহ সংগীতশিল্পী গ্রেপ্তার 
X
Fresh