• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ ডাকাতের হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৮ জানুয়ারি ২০১৮, ১০:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌ ডাকাতের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সারোয়ার হোসেন (২৪) বড়ইছড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকা থেকে সিমেন্ট নিয়ে একটি ট্রলার সুনামগঞ্জের ছাতকের উদ্দেশে যাবার সময় ৭/৮ জনের একটি নৌ-ডাকাত দল ট্রলারটি গতিরোধ করে। এসময় তাদের হামলায় ৪ শ্রমিক আহত হন। শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে আহত অবস্থায় শ্রমিক সারোয়ারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভুঁইয়া বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনা ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে বাড়ছে শিশু রোগীর সংখ্যা, ওষুধের তীব্র সংকট
সরাইলে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার 
বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে : আইনমন্ত্রী
নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের
X
Fresh