• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে অস্ত্রসহ ৭ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি

  ২৫ জানুয়ারি ২০১৮, ১৩:৩২

নোয়াখালী শহরে অস্ত্রসহ সাত যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে শহরের পৌরবাজার আলু গুদামের ছাদ থেকে তাদের আটক করা হয়।

এসময় সেখান থেকে বিদেশি পিস্তল, কাটা রাইফেল, ২০টি গুলি, চাইনিজ কুড়াল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম তানভীর আহমেদ জানান, অস্ত্রসহ কয়েকজন যুবক অপরাধ সংগঠিত করার জন্য একত্রিত হয়েছে এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পৌরবাজার এলাকায় অভিযান চালায়।

এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালানোর চেষ্টা করেন যুবকরা। তাৎক্ষণিক গোয়েন্দা পুলিশ সদর সার্কেল ও সুধারাম মডেল থানা পুলিশের সহযোগিতায় অস্ত্রসহ সাত যুবককে আটক করা হয়। পরে তাদের নিয়ে আলু গুদামের ছাদ থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, আটককৃত সাত যুবক সংঘবদ্ধ হয়ে কোনো অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছিল। আটককৃত যুবকদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরও পড়ুন

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
পুলিশের ওপর হামলা, মদ-অস্ত্রসহ আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
X
Fresh