• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

এবার চসিকের বাজেট ২২২৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  ০৯ অক্টোবর ২০১৬, ১৮:২৪

২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ হাজার ২শ’ ২৫ কোটি ৬৭ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সর্বোচ্চ ব্যয় রাখা হয়েছে উন্নয়ন খাতে, ১ হাজার ১শ’ ২১ কোটি টাকা।

রোববার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এটি তার দ্বিতীয় বাজেট।

এ সময় গেলো অর্থবছরে ১ হাজার ৬শ’ ৩২ কোটি ৭৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে সংশোধিত বাজেট দেখানো হয়েছে ৫শ’ ৯২ কোটি ৬৬ লাখ টাকা। প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ১শ’ ৯৭ কোটি ৪২ লাখ টাকা, উন্নয়ন অনুদান ৯৮৫ কোটি ১০ লাখ টাকা।

বাজেট অধিবেশনে মেয়র ভবিষ্যৎ চট্টগ্রামকে ক্লিন সিটি ও গ্রিন সিটি; গরীব ছাত্রী এবং কর্মজীবী নারীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ রুটে ২০টি এসি বাস; নগরীর যানজট নিরসনে বাস-ট্রাক টার্মিনাল স্থাপন; কালুরঘাটে গার্মেন্ট পল্লী স্থাপনসহ ৩৬টি পরিকল্পনা গ্রহণের কথা জানান।

বাজেট ঘোষণার পর আ জ ম নাছির উদ্দিন বললেন, ২০১৫-১৬ অর্থবছরে বাজেট বাস্তবায়ন হয়েছিল ৩৬ দশমিক ৪০ শতাংশ।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলররা, সচিব আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লেপ্টেনেন্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh