• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি

  ১২ জানুয়ারি ২০১৮, ১০:৪৩

ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে তিনটা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাতে কুয়াশার মাত্রা বাড়তে থাকলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এসময় নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে তিনটা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এসময় উভয় ঘাট থেকে ছেড়ে আসা চারটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।

এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে অর্ধশত নৈশকোচ। এতে দুর্ভোগে রয়েছে যাত্রীরা। এছাড়া ঘাটে পণ্যবাহী পরিবহন আটকে থাকায় দেখা দিয়েছে যানজট।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহের মধ্যেই ঘন কুয়াশা!
বৈশাখের সকালে ময়মনসিংহে ঘন কুয়াশা
তাপমাত্রা উঠল ৪০ ডিগ্রিতে, আরও বাড়ার আভাস
আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
X
Fresh