• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ১৯:৩৫
চট্টগ্রামে দিনেদুপুরে যুবককে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে চান্দগাঁও থানার শমশেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন

গুলিতে নিহত যুবকের নাম তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে অনেকে দাবি করছেন। যদিও এর সত্যতা যাচাই করা এখনও সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট ভাই সাজ্জাদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ।

এক ছবিতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাহসীন। তার পাশেই একটি গুলির খোসা পড়ে আছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের প্রথম জয়ে ম্যাচসেরা তামিম
পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে ছুরিকাঘাতে যুবককে হত্যা   
চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু