• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২৪, ০৯:৪৫
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।

রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের হাসানের ছেলে খালিদ (১৮) ও শফিকের ছেলে সোহাগ হোসাইন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি বেলকুচি উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় চৌবাড়ি মোড়ের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা দুজনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আরটিভি/এমএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, ২০ মোটরসাইকেলে অগ্নিসংযোগ
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
বিয়ের দাওয়াত শেষে ফেরার পথে প্রাণ গেল হাসানের  
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও ফারিণকে নিয়ে যা জানালেন নির্মাতা অমি