• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৩৫ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

  ২৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৪

কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ রশিদ আলম (৩০) নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রশিদ মিয়ানমারের মংডু শহরের দংখালী গ্রামের বশির আহমদের ছেলে। সে আড়াই মাস আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং টেকনাফ মোছনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিল।

চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. জিললুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার একটি মসজিদসংলগ্ন সড়ক থেকে সহেন্দভাজন হিসেবে রশিদ উল্লাহকে আটক করা হয়। সেসময় তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানার পুলিশে সোর্পদ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, রাতে ৩৫ হাজার ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন খান বলেন, রশিদকে আজ বুধবার কক্সবাজার বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
X
Fresh