• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুমিল্লায় আ.লীগ নেতা জয়নাল আবেদীন গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ২১:৪১
কুমিল্লায় আ.লীগ নেতা জয়নাল আবেদীন গ্রেপ্তার 
ছবি : সংগৃহীত

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) ভোররাতে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বুড়িচং থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে তার নিজবাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ দিকে ৫ আগস্টে জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে সমন্বয়করা তাকে গ্রেপ্তার করা ও চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপু ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবাকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে নেওয়ার অভিযোগ রয়েছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩
নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে: আসাদুল্লাহ আল-গালিব
বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার