• ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ০৬:৩৮
নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
ছবি : সংগৃহীত

নাটোরে ট্রাকচাপায় সুমন আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টায় শহরের মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ফারিয়াতুল রিসা গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান।

ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই। নাটোর ব্রাক ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদরাসা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এ সময় বগুড়া রোডের দিক থেকে একটি ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। এ সময় সুমনের স্ত্রীসহ কয়েকজন অটোরিকশার যাত্রীও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে ওসি মো. মাহাবুর রহমান বলেন, ট্রাকচাপায় সুমন আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হন।‌ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৫  জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪
আরটিভির পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৪