• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে আ.লীগের ১১০ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ২০:২১
ফাইল ছবি

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালকে প্রধান আসামি করে ১১০ জনের নামে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। চাঁদপুর ক্লাব রোডের আল আমিন বাদী হয়ে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ মামলাটি রুজু করেন।

আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মারামারির ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় এই মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ছাড়াও অন্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সাবেক পিপি অ্যাডভোকেট আমান উল্লাহ, সাবেক জিপি অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অ্যাডভোকেট হেলাল হোসাইন, অ্যাডভোকেট হান্নান কাজী, সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট কবির চৌধুরী, অ্যাডভোকেট শীব গোপাল, অ্যাডভোকেট গাজী সাইফুল প্রমুখ।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্টের ঘটনায় এটি নিয়ে চতুর্থ মামলা। স্থানীয় আল আমিন বাদী হয়ে ১১০ জনের নামে ১৮ অক্টোবর রাতে এ মামলাটি করেছেন।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনায় একাধিক মামলার আসামি শাহাবুল গ্রেপ্তার
রাষ্টের স্বার্থসংশ্লিষ্ট মামলার সঙ্গে জড়িতদের ছাড় নয়: দুদক চেয়ারম্যান
সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ১৮৮৭ মামলা
পিরোজপুরে রাষ্ট্রদ্রোহিতার মামলায় খালাস পেলেন তারেক রহমান