• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

হিলিতে বেড়েছে মুরগির দাম, বিপাকে সাধারণ ক্রেতা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ০৯:০৪
ছবি : আরটিভি

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা। বর্তমানে বয়লার মুরগি কেজি ২০ টাকা বেড়ে ১৮৫ টাকায়, পাকিস্তানি মুরগি কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে ২৮০ টাকায় এবং কক মুরগি কেজিপ্রতি ৩০ টাকা বেড়ে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খাবারের দাম বৃদ্ধির অজুহাতে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের মানুষ। নিয়মিত বাজার মনিটরিং না করার কারণকেই দায়ী করছেন তারা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে মুরগি কিনতে আসা লুৎফর রহমান বলেন, আমি গত সপ্তাহে মুরগি কিনেছিলাম যে দামে তার থেকে কেজিপ্রতি ৫০ টাকা বেশি দামে এখন কিনতে হচ্ছে। বাজারে সব নিত্যপণ্যের দামই চড়া। আমাদের খরচ যেভাবে বৃদ্ধি পেয়েছে আয় তো সেভাবে বৃদ্ধি পায়নি। সংসার পরিচালনা করা আমাদের অনেক কষ্টের হয়েছে। সরকার বাজার মনিটরিংয়ের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। যে কারণে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছেমতো দাম বসিয়ে দিয়ে নিত্যপণ্য বিক্রি করছে। আমরা চাই নিয়মিত যেন বাজার মনিটরিং করা হয়।

হিলি বাজারের মুরগি ব্যবসায়ী ফারুখ হোসেন বলেন, খামার মালিকরা মুরগির খাবারের দাম বৃদ্ধির অজুহাতে মুরগির দাম বৃদ্ধি করে দিয়েছে। কেজিপ্রতি প্রতিদিন ২ থেকে ৫ টাকা বৃদ্ধি করছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। বর্তমানে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগিতে ২০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। যার কারণে আগের থেকে ক্রেতা অনেক কমে গেছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে পেঁয়াজের কেজি ৫০ টাকা
মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের স্মরণ
হিলি সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু ফেরত দিল বিজিবি