ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘর থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবুল কালাম আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সির ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে।
আবদুল মতিন নামের এক প্রতিবেশী জানান, মৃতরা দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। কী কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এফএ
মন্তব্য করুন