• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২৪, ১৪:২৭
ছবি : আরটিভি

সাভারে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামে এক নির্মাণ শ্রমিক। এ সময় তার কোন সাড়াশব্দ পাওয়া না গেলে আরেক নির্মাণ শ্রমিকও ওই সেপটিক ট্যাংকের মধ্যে নামেন। পরবর্তীতে দুজনেরই কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে স্থানীয়রা সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তীতে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে মরদেহগুলো উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ জুয়েল মিঞা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ঢাকায় মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পোশাক খাতে শ্রমিকদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে: সাখাওয়াত
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ২৫ কারখানায় ছুটি
তেজগাঁওয়ে সড়কে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
সাভারে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক