• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু  

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৩
ছবি : আরটিভি

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর থেকে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী শনিবার দুপুর পর্যন্ত চাঁদপুর পুরানবাজার স্টার আলকায়েদ জুট মিল মাঠে চলবে এ ইজতেমা। তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদ পন্থীদের অনুসারী জেলার অন্তত ২০ হাজার মুসল্লি যোগদান করবেন এই ইজতেমায়।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর তাবলিগ জামাতের আমীর মাওলানা আব্দুর রশিদ।

তিনি বলেন, স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁদপুর পৌরসভার সহযোগিতায় পানি বিদ্যুৎ সেনিটেশন ব্যবস্থাসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে এ ইজতেমা শুরু হয়ে শেষ হবে শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় আখেরি মুনাজাতের মাধ্যমে।

এতে চাঁদপুরের মুসল্লিরা ছাড়াও ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত থাকবেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
চাঁদপুরে ৭৪০ কেজি পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা
মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক