• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২

আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৪৭
সড়ক দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নয়ন মোড় এলাকায় ভ্যানের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. সাইফুল ইসলাম রিপন ওরফে রিপন হোসেন নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন ভ্যানের তিন যাত্রী।

রিপন হোসেন একই ইউনিয়নের ফুলতলা গ্রামের মাবুদ আলীর ছেলে। এ ঘটনায় আহত ভ্যানের তিন যাত্রীকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নয়ন মোড় এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এতে সাইফুল ইসলাম রিপনসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রিপন হোসেন মোটরসাইকেল চালিয়ে বাবুপাড়া থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে নয়ন মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা ভ্যানে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বুধবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর গ্রামে নিজের বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী নামে (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নওয়াব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফারিহা। তিনি বলেন, ‘নওয়াব আলী সরদারকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে।’

আরটিভি/এফএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
নওগাঁয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১
রাজবাড়ীতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩