• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১৩:১২
খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার
ছবি : আরটিভি

গত ৫ আগস্ট সরকার পতনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সহিংসতা ও বিস্ফোরকের ৩ মামলায় বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকার মেয়ের বাসা থেকে র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান। কিন্তু ওই ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে তিনিও পালিয়েছিলেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল
সোহানের দুর্দান্ত কিপিংয়ে ১ রানের জয় পেল খুলনা
পাইকগাছায় জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন
পুরোনো টেন্ডার বাতিল করায় ১ জানুয়ারি হচ্ছে না বই উৎসব