• ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাভারে এক নারীর জমি দখল, প্রাণনাশের হুমকি

আরটিভি নিউজ

  ১৫ অক্টোবর ২০২৪, ১৯:০৬

সাভার পৌরসভার ভাটপাড়া এলাকায় নার্গিস আক্তার নামের এক নারীর কেনা জমি প্রভাবশালী আওয়ামী নেতার নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকার ভূমিদস্যু হাসান মাহমুদ গংরা দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন অসহায় পরিবারের লোকজন।

ঢাকায় বসবাসরত পরিবারটি এ নিয়ে কথা বলতে আসলে উল্টো ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিগত দিনে প্রাণভয়ে এ নিয়ে কথা না বলতে পারলেও ৫ আগস্ট সরকারের পরিবর্তন ও অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ায় সঠিক আইনি সহায়তা পেতে এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী মোসা. নার্গিস আক্তার।

লিখিত অভিযাগে নার্গিস আক্তার জানান, তার স্বামী আবুল কালাম আজাদ সাভার মডেল থানাধীন ভাটপাড়া মৌজায় ৫ দশমিক ৯৭ শতাংশ জায়গা কেনেন। কেনা জমিটির মালিকানায় তাদের দুজনের নাম রয়েছে। যার আর এস খতিয়ান নং - ৯০, আর এস দাগ নং- ৩৪, বিএস খতিয়ান নং- ৩০৫, বিএস দাগ নং- ৩৪। জমি কেনবার পর তারা জমিটির বাউন্ডারি দেন।

ঢাকায় বসবাস করায় খুব একটা আসা হতো না জমিতে। সে সুযোগ নিয়ে সাভার থানাধীন ভাটপাড়া জামশিং মহল্লার ভূমিদস্যু চক্রের হোতা হাসান মাহমুদ জলিল(৫৫), মুশফিকুর রহমা ন(২৫), সুমন (৩০), রিয়াজুল মুনতাজ গংরা তাদের জমির বাউন্ডারি ভেঙে পার্শ্ববর্তী জমির সাথে মিলিয়ে নতুন বাউন্ডারি ও সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।

বিষয়টির নিয়ে কথা বলতে গেলে এ নিয়ে বাড়াবাড়ি করলে ভূমিদস্যু হাসান মাহমুদ জলিল গংরা ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলবার হুমকি দেয়।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাউন্ডারি ভেঙে নার্গিস আক্তার ও আবুল কালামের আজাদের কেনা ৫.৯৭ শতাংশ জায়গার ১.৩৪ শতাংশ জায়গা দখল করে হাসান মাহমুদ জলিলের নামে জায়গার মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন, সে সাইনবোর্ডের পাশেই বায়না সূত্রে ক্রয়কৃত জমির মালিকানা দাবি করে আরেকটি সাইনবোর্ড দেখা গেছে।

নার্গিস আক্তার জানান, ভূমিদস্যু হাসান মাহমুদ জলিল গংরা আমার জমির দখল করে নিয়ে পার্শ্ববর্তী জমির সাথে মিলিয়ে সে জমি আরেকজনের কাছে বিক্রি করবার পাঁয়তারা করছেন। আমার স্বামীর বিদেশের কষ্টের টাকা দিয়ে কেনা জমি উদ্ধারে আমরা দ্বারে দ্বারে ঘুরছি। তবু কোনভাবেই পারছি না। ভবিষ্যতের কথা ভেবে কেনা জমি এভাবে দখল করে নেওয়ায় আমরা বহু কষ্টের মধ্যে আছি। আওয়ামী লীগের পরিচয় দিয়ে ওরা আমার জমি দখল করে রেখেছে। এখন তো দেশ স্বাধীন হয়েছে, এখনো তো ওদের কিছু করতে পারছি না।

এ বিষয় জানতে অন্যদের না পেয়ে সাইনবোর্ডে মালিকানা দাবি করা মুশফিকুর রহমান কে ফোন দিলে মুঠো ফোনে তিনি জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা, আমার নাম সাইনবোর্ডে ব্যবহার করা হয়েছে শুধু। আমি গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার শ্বশুর উনি এই ব্যাপারটি জানেন।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ এসআই রাজীব সিকদার জানান, নার্গিস আক্তার নামে একজন জমিসংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ করেছেন, আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তবে পূজার ব্যস্ততার কারণে যেতে পারিনি। এখন ছুটিতে আছি, ছুটি শেষে আমি এসে শ্রীঘ্রই ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনে জানাতে পারবো।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
‘চিকিৎসকের’ বিরুদ্ধে ঘুমের ইনজেকশন দিয়ে ধর্ষণের অভিযোগ
সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩
পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ১